Logo

চাঁদাবাজি মামলায় মহানগর আ.লীগ নেতা কারাগারে

চাঁদাবাজি মামলায় মহানগর আ.লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা নগরীতে ডিম বিক্রেতার মালামাল মাটিতে ফেলে দেয়া সেই আওয়ামী লীগ নেতা আবিদুর রহমান জাহাঙ্গীরকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনেরও (টাউন হল) সাধারণ সম্পাদক ছিলেন। টাউন হলের সাধারণ সম্পাদক থাকার সময় টাউন হলে ডিম-ফুচকা বিক্রেতাদের মাঠে বসিয়ে চাঁদাবাজি শুরু করেন তিনি। সেদ্ধ ডিম বিক্রেতারা চাঁদা দিতে দেরি করলে তাদের মালামাল মাটিতে ফেলে দিতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবির ওসি সাজ্জাদ করিম খান জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন।