Logo

কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার, বেড়েছে জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার, বেড়েছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৪ এ গড় পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। ফলাফলে মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ৯৬৮ জন ছেলে এবং ৪ হাজার ৯৫৪ জন মেয়ে শিক্ষার্থী। মোট ১ লাখ ১২ হাজার ৩১২ জন শিক্ষার্থী পরিক্ষা দিয়ে পাশ করেছে ৭৯ হাজার ৯০৫ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম।


তবে গতবছরের তুলনায় কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাশের হার কমেছে ৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বেড়েছে ২ হাজার ৩৩৭ জন। গতবছর পাস করেছিল ৭৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৬৫৫ জন।


ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিবিড় তত্বাবধানে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিক্ষা সম্পন্ন হয়েছে। এই ফলাফলের কারো কোনো ভুল পরিলক্ষিত হলে ৩০ দিনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।