চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারের নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারে চুরি ও নিরাপত্তা কর্মী আবুল হাসেম (৬৫) কে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) ভোরে পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্যম ফাল্গুনকরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হাসেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে। নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে চোরচক্রের হামলায় এই ঘটনা ঘটেছে।
এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসেম ছাড়াও হাফেজ শফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করে। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে হত্যার আলামত পেয়েছি।
সর্বশেষ
প্রেমিকা জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে রাতে দুরুদ পড়ে ঘুমিয়ে যায় ঘাতক মুন্না
বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, খেলবে না কুমিল্লা
লাকসামে বিএনপি নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি ২ দিনের রিমান্ডে
কুমিল্লার আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক কে
কুমিল্লায় বেড়েছে খুন