চৌদ্দগ্রাম উপজেলা পরিদর্শনে ছাত্র অধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক:
চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এবং চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কুমিল্লা জেলার সভাপতি মো. আবদুস সালাম, সহ-সভাপতি এস.এন রাসেল, শ্রমিক অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক গাজী সুমন।
বৈঠকে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহায়তার বিষয়টি তুলে ধরেন আগত নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্র অধিকার পরিষদের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান খান, সহ-সভাপতি ফাহিদ গাজী, সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক প্রমুখ।
সর্বশেষ
প্রেমিকা জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে রাতে দুরুদ পড়ে ঘুমিয়ে যায় ঘাতক মুন্না
বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, খেলবে না কুমিল্লা
লাকসামে বিএনপি নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি ২ দিনের রিমান্ডে
কুমিল্লার আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক কে
কুমিল্লায় বেড়েছে খুন