কুমিল্লায় বিনামূল্যে এইচপিভি টিকা পাবে ৩ লাখ ৭৯ হাজার কিশোরী
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।
সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭ টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭ জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেয়া হবে। পাঁচ হাজার ২১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৯ হাজার ৯৪২ টি কেন্দ্রে এ টিকা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডা. ব্যার্ণাজী সুলতানা প্রমুখ।
সর্বশেষ
প্রেমিকা জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে রাতে দুরুদ পড়ে ঘুমিয়ে যায় ঘাতক মুন্না
বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, খেলবে না কুমিল্লা
লাকসামে বিএনপি নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি ২ দিনের রিমান্ডে
কুমিল্লার আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক কে
কুমিল্লায় বেড়েছে খুন