অনলাইন যাত্রায় 'নয়ারবি'
নিজস্ব প্রতিবেদক:
শুরু হলো ‘সাপ্তাহিক নয়ারবি’র অনলাইন যাত্রা। পত্রিকা প্রকাশের পাশাপাশি অনলাইন ভার্সন দিয়ে ভালো অবস্থান তৈরি করতে চান সংশ্লিষ্টরা।
বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও নয়ারবি'র সম্পাদক ও প্রকাশক কাজী এনামুল হক ফারুক।
এসময় তিনি বলেন, দল-মতের উর্ধ্বে ও স্বাধীন সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে নয়ারবি। আমরা প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন প্লাটফর্মে গুরুত্ব দিব। এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নয়ারবি'র বার্তা সম্পাদক শাহরিয়ার ইমন জয় এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও প্রতিসময় ডট কমের সম্পাদক সাদিক মামুন, দৈনিক ভোরের সূর্যদয়ের সম্পাদক ফিরোজ মিয়া, গাজী টিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফ মজুমদার, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আকাইদ হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখি, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে পত্রিকাটির সাফল্য কামনা করে দোয়া করা হয়।
সর্বশেষ
প্রেমিকা জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে রাতে দুরুদ পড়ে ঘুমিয়ে যায় ঘাতক মুন্না
বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, খেলবে না কুমিল্লা
লাকসামে বিএনপি নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি ২ দিনের রিমান্ডে
কুমিল্লার আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক কে
কুমিল্লায় বেড়েছে খুন