সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দায়রা জজ আদালত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা এবং আরেক মেয়ে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই আদেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, আ ক ম বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এলাকায় একাধিক প্লট, এবং অন্যান্য আয়বহির্ভূত সম্পদ রয়েছে। গোপন সূত্রে তথ্য পাওয়া গেছে যে, তারা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ বিদেশে পাচারের চেষ্টা করছেন।
দুদক মনে করছে, যদি তারা দেশ ছেড়ে পালিয়ে যান, তবে তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং মামলার অগ্রগতি ব্যাহত হবে।
সর্বশেষ
প্রেমিকা জান্নাতকে ৬ টুকরো করে নদীতে ফেলে রাতে দুরুদ পড়ে ঘুমিয়ে যায় ঘাতক মুন্না
বিপিএল শুরু ৩০ ডিসেম্বর, খেলবে না কুমিল্লা
লাকসামে বিএনপি নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সাবেক এমপি বাহার ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
চৌদ্দগ্রামে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি ২ দিনের রিমান্ডে
কুমিল্লার আদালতে আনা হয়েছে সাবেক আইজিপি একেএম শহীদুল হক কে
কুমিল্লায় বেড়েছে খুন