Logo

‘মানুষের কৌতূহলের কারণে’ ফের মাপা হলো পদ্মার পানি

‘মানুষের কৌতূহলের কারণে’ ফের মাপা হলো পদ্মার পানি

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়েনি। গত সোমবার বেলা ৩টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা একই জায়গায় স্থির আছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার বেলা তিনটায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। আজ সকাল ৯টায় সেখানে একই উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। অঞ্চলটিতে পানির বিপৎসীমা ১৮ মিটার। ফলে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নিচে আছে।


রাজশাহী পাউবোর গেজ রিডার (পানির উচ্চতা পরিমাপকারী) এনামুল হক জানান, সাধারণত দিনে তিনবার পানির উচ্চতা পরিমাপ করা হয়; সকাল ৬টা, বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায়। তবে মানুষের কৌতূহলের কারণে আজ সকাল ৯টাতেও পানির উচ্চতা পরিমাপ করা হয়েছে। তখনো একই উচ্চতা পাওয়া গেছে।


ফারাক্কা ব্যারাজের ছেড়ে দেওয়া পানি ভারতের মুর্শিদাবাদ ও পাটনায় প্লাবিত হওয়ার পর রাজশাহীতে নেমে আসবে জানিয়ে এনামুল হক বলেন, বিহারে বন্যা হয়েছে। এখন যদি নেপালি ঢলের পানি আসে; তবেই বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ ছাড়া পানি নিয়ে আর আশঙ্কার কোনো কারণ নেই। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে। ভারত সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।