নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দেবিদ্বারে ৩ শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে 'বন্ধু উন্নয়ন সংস্থা'। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজে জিএফবি গ্রুপ ইউএসএ’র আর্থিক সহযোগীতায় এবং বন্ধু উন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারা ভাষ্যকার রাশেদুল আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ সামস্ উদ্দিন মো.ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো. সারোয়ার আকবর, জিএফবি গ্রুপ’ ইউএসএ’র চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন পাঠান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এসময় স্বাগতিক বক্তব্য রাখেন ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ২০০২ সালে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে অসহায়, দুস্থ্য মানবতার সেবায় সংস্থাটি কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বাহিনীসহ দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২৫১ টি বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি। এসময় প্রায় ১৩ হাজার চক্ষু রোগীর ছানি অপারেশন, চশমা ও ঔষধ সরবরাহ করেছি। এসময় শিক্ষা বৃত্তি, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া, শীতকালে শীত কম্বল ও বস্ত্র বিতরণ, বিভিন্ন দূর্যোগে অসহায়দের খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী, কোরবানী ঈদে বঞ্চিতদের গরু কোরবানীর ব্যবস্থাসহ নানা কাজের মধ্যদিয়ে সংগঠনটি এগিয়ে আসছে। এসব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে দাতা সংস্থা, সংগঠন এবং ব্যক্তিগত সহযোগীতায়, যার কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আজকের দিনেও ১৩ জন অভিজ্ঞ চক্ষু চিকিৎসকের সেবাদানে প্রায় ৩ শতাধিক চক্ষু রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের ব্যবস্থা, চশমা প্রদান এবং ব্যবস্থাপত্রে লিপিবদ্ধ ঔষধ বিনামূল্যে সরবরাহ করেছি।